মালদায় বন্ধুকে গুলি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে
৫ই সেপ্টেম্বর, মালদাঃ ঘুরতে বেড়িয়ে ফেরার পথে বন্ধুকে গুলি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বুকে ও পায়ে গুলি লাগায় মালদা মেডিকেলে নিয়ে আসার পথে মৃত্যু হয় তাঁর। বুধবার গভীর রাতে বৈষ্ণবনগর থানা এলাকায় ঘটনাটি ঘটেছ। তবে গুলি করার কারণ এখনো জানতে পারেনী পরিবারের লোকেরা। পরিবার সুত্রে জানা গিয়েছে মৃত যুবককের নাম আব্দুল রহিম(২২)। বাড়ি বৈষ্ণবনগর থানার সাহাবাজপুর পঞ্চায়েতের পুরাতন শ্রীবস্তি এলাকায়।
পরিবারে স্ত্রী সহ তের দিনের এক কন্যা সন্তান রয়েছে। পেশায় কৃষক ছিল। জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় কালিয়াচকের যাবার জন্য বাড়ি থেকে বের হয়। তার এক বন্ধু বলে মোট পাঁচ জন মিলে বাইকে করে ঘুরতে যায়। রাতে বাইকে করে তিন জন ফিরছিল। পথে তাদের এক বন্ধু সাহিদুল শেখ কাছ থেকে আব্দুলকে গুলি করে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তবে পথেই মৃত্যু হয়।