রোটারি ক্লাব অফ বালুরঘাট আত্রেয়ী গ্রেটার ক্লাবের উদ্যোগে আজ যথাযথ মর্যাদায় পালিত হলো শিক্ষক দিবস
বালুরঘাট, ৫ সেপ্টেম্বরঃ আজদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লি রাধা কৃষননের ১৩১ তম জন্মদিবস।তার জন্ম দিনটিকে সারা দেশ মহান শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। এদিন বালুরঘাট আত্রেয়ী গ্রেটারের পক্ষ থেকে সেই মহান ব্যাক্তিকে স্মরনীয় করে রাখতে জেলার শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার জন্য বেশ কিছু শিক্ষককে সম্বররধনা জ্ঞাপন করা হয়। যে পাচ জন বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাকে আজ তাদের সংস্থার পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয় তারা হলেন বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুলক চৌধুরী, হিলি গার্লস হাইস্কুলের শিক্ষিকা পপি রায়, কুমারগঞ্জের আংগিনা বোরট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সঞ্চিতা সাহা, বালুরঘাটের নালন্দা বিদ্যাপীঠের মহ; নাজির আলি, হিলি রামনাথ হাই স্কুলের শিক্ষক পার্থ মজুমদার ও বালুরঘাট অভিযাত্রী বিদ্যানিকেতনের শিক্ষক অমিত সাহা।
তাদের হাতে রোটারি ক্লাব অফ বালুরঘাট আত্রেয়ী গ্রেটারের পক্ষ থেকে অনিতা বিশ্বাস সহ অনান্য কর্মকর্তারা শংসাপত্র ও বই এবং মিষ্টি ও ফুলের তোড়া তুলে দিয়ে তাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।