দক্ষিণ দিনাজপুর জেলা তায়ক্বোণ্ড প্রতিযোগিতা ২০১৯’ অনুষ্ঠিত হলো বালুরঘাট উৎসব ভবনে
১ লা সেপ্টেম্বর, বালুরঘাটঃ রবিবার উৎসব ভবনে দক্ষিণ দিনাজপুর তায়ক্বোণ্ড অ্যাসোসিয়েশনের পরিচালনায় জেলা স্তরের ‘৬ ষ্ঠ জেলা তায়ক্বোণ্ড প্রতিযোগিতা ২০১৯’ অনুষ্ঠিত হলো। এবারের প্রতিযোগিতায় বয়সের ভিত্তিতে চরটি ক্যাটাগরি যথাক্রমে আন্ডার ১২, আন্ডার ১৪, আন্ডার ১৭ , উর্দ্ধ ১৭ বছর এবং মোট ৩৫ টি ওজনের ভিত্তিতে মোট ১৫৫ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেছে।
এই প্রতিযোগিতায় বিচারক ছিলেন জলপাইগুড়ির আশুদেব চন্দ্র রাহা, শিলিগুড়ির অভিমন্নু ব্যানার্জী, কলকাতার পবণ কুমার রায়, জলপাইগুড়ির অমৃতা রাহা ও ধুবজতি চ্যাটার্জি। প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রতিযোগীদের মধ্যে মেডেল ও সমস্ত প্রতিযোগীদের সার্টিফিকেট প্রদান করে সন্মানিত করা হয়। এছাড়া বেস্ট ফাইটার বয়েস্ হিসাবে চিহ্নিত হন, মনোময় কর্মকার, বেস্ট ফাইটার গার্লস মধুরিমা দাস, সেরা কোচ হিসাবে স্বীকৃ্তি পান শিপ্রা বর্মন, কৃষ্ণপদ বর্মন এবং বিমান রায়।