কুমারগঞ্জে পুলিশি হানায় অসামাজিক কাজ থেকে পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে মৃত্যু এক ব্যক্তির
২৮শে আগষ্ট, কুমারগঞ্জঃ মঙ্গলবার রাতে অসামাজিক কাজ রুখতে পুলিশি হানা হয় কুমারগঞ্জের দিওড় এলাকার পরিত্যাক্ত এক মার্কেট কমপ্লেক্সের ছাদে। ঘটনায় পুলিশি হানা থেকে বাঁচতে মার্কেট কমপ্লেক্সের ছাদ থেকে ঝাঁপ দেয় অসামাজিক কাজে যুক্ত ব্যক্তিরা। এরমধ্যে একজন ছাদ থেকে পরে যায় পাশের এক পুকুরে, ঘটনায় মৃত্যু হয় তার। মৃত ব্যক্তির নাম কমলেশ মন্ডল, বাড়ি দিওড় এলাকায় বলে জানা যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে ঘেরাও করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষরা।
পুলিশ সুত্রে জানা যায় কমলেশ মন্ডল নামে ঐ ব্যক্তি সহ আরো বেশ কয়েকজন জুয়া ও মদের আসর বসিয়ে ছিলো এলাকার ঐ পরিত্যাক্ত মার্কেট কমপ্লেক্সের বিল্ডিং-এ, সেই সঙ্গে বেশ কিছু অসামাজিক কাজে লিপ্ত ছিলো তারা। পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে এলাকায় পৌছে হানা দিলে আসর ছেড়ে পালাতে শুরু করে কমলেশ ও তার সঙ্গীরা। অন্যরা পালাতে সক্ষম হলেও বিল্ডিং-এর ছাদ থেকে পাশের এক পুকুরে ঝাঁপ দেয় কমলেশ। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলো কমলেশ মন্ডল, বুধবার সকালে খোঁজা খুঁজি করলে উদ্ধার হয় তার মৃতদেহ। পুলিশ ঘটনার খবর পেয়ে এলাকায় গেলে ক্ষিপ্ত এলাকার বাসিন্দাদের ক্ষোভের মুখে পরে তারা। এরপরে মৃতদেহ উদ্ধার করে পুলিশ, ঘটনায় যুক্ত থাকায় গ্রেপ্তার হয় একজন। ধৃতের নাম লতিব মোল্লা, বাড়ি দিওড় এলাকায়। কুমারগঞ্জ থানার ওসি সঞ্জয় মুখার্জী আমাদের জানান কিছু মানুষ ঐ এলাকায় অসামাজিক কাজে যুক্ত থাকার খবর পেয়ে এলাকায় যায় কুমারগঞ্জ থানার পুলিশ। এরপরে তারা খবর পেয়ে এলাকা ছেড়ে পালাবার চেষ্ঠা করে। ঘটনায় একজন গ্রেপ্তার হয়। পরদিন সকালে পুলিশ খবর পায় এলাকায় একজন জলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।