বালুরঘাটে মোবাইল দোকানে আগুন লেগে পুড়ে ছাই লক্ষাধিক টাকার সামগ্রী, চাঞ্চল্য সাড়ে তিন নম্বর এলাকায়
২৫শে আগষ্ট, বালুরঘাটঃ রবিবার সাতসকালে বালুরঘাটের সাড়ে তিন নম্বর এলাকার একটি মোবাইল দোকানে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল । জিও কোম্পানির ওই মোবাইলে দোকানে আগুন লেগে পুড়ে নষ্ট হয়েছে লক্ষাধিক টাকার সামগ্রী । এদিন ঘটনার খবর পেতেই তড়িঘড়ি এলাকায় ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন । দীর্ঘ প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রয়ে আনে দমকল কর্মীরা । স্থানীয় সূত্রের খবর, প্রতিদিনের মতো শনিবার রাতে দোকান বন্ধ করে চলে যায় কর্মীরা । এদিন সকালে ওই দোকান থেকে আগুন সহ ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা । সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বিভাগে । যদিও দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগেই দোকানের বেশীরভাগ সামগ্রী পুড়ে নষ্ট হয়েছে বলে জানা গেছে । পরে একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । দমকল কর্মীদের প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিটের জেরেই আগুন লাগতে পারে ।
দোকানের কর্মী উজ্জ্বল সরকার জানিয়েছেন, শনিবার রাতে কাজ সেরে সকলে মিলে দোকান বন্ধ করে গিয়েছিলেন । এদিন সকালে খবর পান আগুন লেগেছে । অগ্নিকান্ডের ঘটনায় সিমকার্ড, মোবাইল সহ বিভিন্ন সামগ্রী পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ।