দুই দিনাজপুর ও মালদায় ভুট্টা চাষকে এগিয়ে নিয়ে যেতে কৃষি দপ্তরের উদ্যোগ
২২শে আগষ্ট, বালুরঘাটঃ বৃহস্পতিবার বালুরঘাট গুলমোহরে কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত হলো দুই দিনাজপুর ও মালদায় ভুট্টা চাষকে এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে বিশেষ কর্মশালা। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃ্ষিমন্ত্রী আশিষ ব্যানার্জী সহ কৃ্ষিদপ্তরের বিশেষ সচিব পি হান্স, মুখ্যমন্ত্রীর কৃ্ষি পরামর্শদাতা প্রদীপ কুমার মজুমদার সহ রাজ্যের একাধিক কৃ্ষি আধিকারিকরা। এইদিনের এই কর্মশালায় উপস্থিত কৃ্ষি গবেষকরা কৃ্ষকদের মধ্যে তুলে ধরেন ভুট্টা চাষের উৎসাহ দানের বিষয়ের পাশাপাশি ভুট্টা চাষের বিভিন্ন রোগ ব্যাধি থেকে সতর্কিকরনের বিষয়। প্রদীপ জ্বালিয়ে এইদিনের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন কৃ্ষিমন্ত্রী আশিষ ব্যানার্জী।
অনুষ্ঠান মঞ্চ থেকে মন্ত্রী বলেন এই জেলা কৃ্ষিতে ক্রমাগত এগিয়ে চলেছে। ধান, গম, সরষে চাষের পাশাপাশি ভুট্টা চাষ এই মুহুর্ত্বে অত্যন্ত লাভজনক একটা চাষ। মালদা ও উত্তর দিনাজপুর জেলায় এই চাষ বেশী হলেও এখনো দক্ষিন দিনাজপুর জেলায় ভুট্টা চাষে সেইভাবে আগ্রহ কৃ্ষকদের মধ্যে তৈরি হয়নি, তাই যাতে এই জেলাতেও ভুট্টা চাষ বৃ্দ্ধি করতে কৃ্ষি দপ্তর কৃ্ষকদের উৎসাহ দেবেন। বর্তমানে গবাদী পশুদের খাদ্য ছাড়াও ভোজ্য পন্য হিসাবেও ভুট্টা ব্যাবহৃত হচ্ছে। আর তাই ক্রমাগত বাড়ছে ভুট্টার চাহিদা। তাই কৃষকদের উৎসাহ দান সহ ভুট্টা চাষ বাড়াতেই বালুরঘাটে এই উদ্যোগ।