ইংল্যান্ডে প্রতিবন্ধিদের বিশ্বকাপ জয় করে মালদার ঘরের ছেলে তুষার পাল ঘরে ফিরল
বালুরঘাট ১৯ আগষ্টঃ ইংল্যান্ডে প্রতিবন্ধিদের বিশ্বকাপ জয় করে মালদার ঘরের ছেলে তুষার পাল আজ ঘরে ফিরল। আজ সকালে মালদা স্টেশনে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিল তার পরিবারের লোকজনের পাশাপাশি জেনিথ এফ সি ও লাইব্রেরীর সদস্যরা সহ অনান্য ক্রিড়া প্রেমীকগন।
গত ১৩ আগষ্ট ইংল্যান্ডকে সেদেশের মাটিতে অনুষ্ঠিত প্রতিবন্ধিদের টি টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারত ৩৬ রানে হারিয়ে দিয়ে বিশ্বকাপ জয়ী হয়। সেই বিশ্বকাপ ভারতীয় দলের উইকেটকিপার ছিল মালদার প্রতিবন্ধি যুবক তুষার পাল। দলে উইকেটকিপারের পাশাপাশি ব্যটসম্যান হিসেবেও ভাল অবদান ছিল মালদার তুষারের। দীর্ঘ দিনবাদে ঘরে ফিরে সেই আনন্দই যেন সবার সাথে ভাগ করে নিতে চায় তুষার পাল।