কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হলো দুই দিন ব্যাপী নাট্য উৎসব
১৬ই আগষ্ট, কালিয়াগঞ্জঃ সেই নবজাগরণের সময় থেকেই বাঙালির নাটক প্রীতি রয়েছে। সে বাংলার রাজধানী কলকাতা হোক বা কোন ছোট শহর । বাঙালি নাটক মঞ্চায়ন করতে বা নাটক দেখতে বরাবর ভালো বাসে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জও সেই আবেগ থেকে বাইরে নয়। ছোট শহর হলেও এই শহরে সুনামের নাট্য চর্চা করে এসেছে বেশ কয়েকটি নাট্য দল।
তাদের মধ্যেই একটি দল কালিয়াগঞ্জের নাট্য সিদ্ধান্ত সংস্থার উদ্যোগে এবং শহরে নাট্য প্রেমীদের সহযোগিতায় চলছে দুই দিন ব্যাপী নাট্য উৎসব। যা আয়োজন করা হল কালিয়াগঞ্জের নজমূ নাট্য নিকেতনে। এই দুইদিনের নাট্য উৎসবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত নাট্য দল গুলি তাদের নাটক মঞ্চায়ন করবে। দুই দিন ব্যাপী নাট্য উৎসবে নাটক দেখতে নাট্যপ্রেমী মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত।