স্বাধীনতা দিবস উদযাপন হল ভারত-বাংলাদেশ সীমান্তের হিলিতে
১৫ই আগষ্ট, হিলিঃ বৃষ্টিকে উপেক্ষা করে স্বাধীনতা দিবস উদযাপন হল ভারত-বাংলাদেশ সীমান্তের হিলিতে । বৃহস্পতিবার হিলিতে স্বাধীনতা দিবসের সঙ্গে পালিত হয় বিপ্লবী-ঋষি অরবিন্দ ঘোষের জন্মদিন এবং রাখি উৎসব। হিলির কিছু স্থানীয় যুবক ও যুবতীর দ্বারা গঠিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘নব দিগন্ত’ উদ্যোগে সীমান্তে ভারত ও বাংলাদেশ উভয়ের সীমান্তরক্ষীবাহিনীকে রাখী পরিয়ে দেন সদস্যরা এবং দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা বিনিময় ও মিষ্টিমুখ করানো হয়।
এরপর হিলির হিন্দু মিলন মন্দিরের দুস্থ আবাসিক বাচ্চাদের সঙ্গে রাখী উৎসব পালন করা এবং বাচ্চাদের মধ্যে চকলেট মিষ্টি বিতরণ করা হয়। এদিন নব দিগন্ত সংস্থার সমস্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন বঙ্গরত্ন অমূল্য রতন বিশ্বাস মহাশয়। নব দিগন্ত সংস্থার সদস্য অমিত সাহা জানান বিভিন্ন সামাজিক কাজে তাঁরা এগিয়ে আসবেন।