বালুরঘাটের দুর্গাপুরে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের রাখী পড়িয়ে দিলেন গ্রামের মেয়েরা

১৫ই আগষ্ট, বালুরঘাটঃ দেশের সুরক্ষায় পরিবার থেকে বহু দূরে থাকা সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের রাখী পড়িয়ে দিলেন গ্রামের মেয়েরা । বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের দুর্গাপুর বিওপি এলাকায় ১৩৭ নং বিএসএফ ব্যাটেলিয়নের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয় । আশপাশের গ্রামের মেয়েরা বিএসএফ ভাইদের দীর্ঘায়ু কামনা করে রাখী বন্ধন উৎসব পালন করে । এদিনের অনুষ্ঠানে ৪১ নং বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানরাও অংশগ্রহণ করে ।

 

মিষ্টি মুখ করানো হয় দুই পক্ষের তরফেই । একই ভাবে গ্রামের মানুষদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে গ্রামের ছেলেদের হাতে রাখী পড়িয়ে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন মহিলা বিএসএফ জওয়ানরা । এদিন বালুরঘাটের বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল, প্রতিষ্ঠান ও ক্লাব সংগঠনে রাখী বন্ধন উৎসব পাওন করা হয়েছে । শহরের সরস্বতী শিশু মন্দিরে ছোটো ছোটো ভাইবোনেরা বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করে রাখী পড়িয়ে দেয় একে অপরকে । এদিন শহরের বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠান করে রাখী বন্ধন উৎসব পালন করেন বিদ্যালয়ের আচার্য্য আচার্যারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *