তিন মাস ধরে বিদ্যুৎ বিভ্রাট থাকায় ধোপা দিঘীতে বিক্ষোভ
বালুরঘাট ৯ আগষ্টঃ টানা তিন মাস ধরে এলাকায় বিদ্যুৎ অনিয়মিত থাকার পাশাপাশি গত দুদিন ধরে এলাকায় বিদ্যুৎ না থাকায় এলাকায় বিদ্যুতের লাইন ঠিক করতে আসা কর্মীদের আটকে রেখে বিক্ষোভে ফেটে পড়লো ক্ষুদ্ধ গ্রামবাসিরা।
আজ দুপুরে বিদ্যুৎ কর্মীদের আটকে রাখার ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার গংগারামপুর থানার ফুলবাড়ি এলাকার ধোপাদীঘি তে।
এলাকার বাসিন্দাদের অভিযোগ বেশ কয়েকমাস ধরে ইলেকট্রিক দপ্তরকে জানিয়ে আসলেও দফতরের তরফে কোন হেল দোল নেই। পাশাপাশি কর্মীরা কাজে এসে অতি নিম্নমানের তার ও নিম্নমানের কাজ করে যাওয়ায় বার বার এলাকায় দুর্ঘটনাও ঘটে চলেছে। আজ ও সেরকম নিম্ন মানের কাজ করায় ক্ষুদ্ধ বাসিন্দারা তা মানতে রাজি হয়নি। উলটে তারা বিদ্যুৎ দফতরের পদস্থ অফিসার রা যাতে এখানে এসে বিদ্যুৎ পরিষেবা সুষ্ঠ পরিষেবা বজায় রাখার বন্দোবস্ত করে। সেজন্য আজ বিদ্যুৎ কর্মীদের তারা আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে বলে তারা জানান।