কাটমানির হাত থেকে বাঁচতে হাইকোর্ট অবমাননা করছে প্রশান্ত মিত্র, দাবী করলেন অমলেন্দু সরকার
২রা আগষ্ট, বালুরঘাটঃ কাটমানির হাত থেকে বাঁচতে হাইকোর্টের বিচারক সমাপ্তি চ্যাটার্জীর দেওয়া নির্দেশকে অপমাননা করছে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, শুক্রবার সাংবাদিক সম্মেলন করে ঘোষনা করলেন গঙ্গারামপুর পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকার। এইদিন বর্তমান ভাইস চেয়ারম্যান তুলসি প্রসাদ চৌধুরীর করা অনাস্থা মুলতুবি বিজ্ঞপ্তির পরেই, তিনি বলেন মহামান্য আদালত এই সংক্রান্ত কোন স্থগিতাদেশ দেয়নি, যাতে আগামী ৫ই আগষ্ট সকাল ১০.৩০ মিনিটের অনাস্থা বৈঠক বাতিল হয়।
তিনি আরো বলেন ভাইস চেয়ারম্যান তুলসি প্রসাদ চৌধুরী বিনা স্থগিতাদেশেই সোমবারের অনাস্থাকে স্থগিত করবার বিজ্ঞপ্তি জারি করে একটা বিভ্রান্তি তৈরি করতে চাইছেন। যা পুরোপুরি আদালত অবমাননা বলেই মনে করা হচ্ছে। বিচারক সমাপ্তি চ্যাটার্জী ২৩শে জুলাই-এর অনাস্থা নোটিশকে বাতিল করে ভাইস চেয়ারম্যান তুলসি প্রসাদ চৌধুরীর করা ৫ই আগষ্ট অনাস্থাকে মান্যতা দিয়েছেন এবং বলেছেন উচ্চ আদালতের কোন স্থগিতাদেশ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবত থাকবে। যার ফলে প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকার এইদিন বলেন এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোন স্থগিতাদেশ দীপঙ্কর দত্ত ও সৌগত ভট্টাচার্যের ডিভিশন ব্রেঞ্চ দেয়নি। তাই ভাইস চেয়ারম্যান তুলসি প্রসাদ চৌধুরী আদলত অবমাননা করেছে বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন বিপ্লব মিত্র ও প্রশান্ত মিত্র কাটমানির টাকা ফেরতের ভয়ে অনাস্থাকে এরিয়ে যেতে চাইছেন। যা কোন ভাবেই মেনে নেওয়া যাবেনা।