জেলা পরিষদের পরিস্থিতি নিয়ে বালুরঘাটে বৈঠক পঞ্চায়েত ও অনগ্রসর কল্যান মন্ত্রী
বালুরঘাট, ৩১ জুলাইঃ দক্ষিন দিনাজপুর জেলার জেলা পরিষদের জট কাটাতে বালুরঘাট সার্কিট হাউসে জেলা পরিষদের ১১ জন তৃণমূল সদস্যদের নিয়ে বৈঠকে বসলেন খোদ পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জী ও অনগ্রসর কল্যান মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়।
দুই মন্ত্রী আজ সকালে কলকাতা থেকে বালুরঘাটে আসেন। এসেই তারা সোজা চলে আসেন বালুরঘাট সার্কিট হাউসে। সেঝানে তাদের অভ্যর্থনা জানান জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা।
তারপর প্রথম দফায় জেলা শাসক ও অনান্য আধিকারিকদের পাশাপাশি জেলার তৃণমূল সভাপতি ও বালুরঘাটের প্রাক্তন বিধায়ক শংকর চক্রবর্তীকে নিয়ে এক প্রস্থ রুদ্ধদ্বার বৈঠক করেন সুব্রত মুখার্জী।
পরে অনগ্রসর কল্যান মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় এলে তাকে সাতবে নিয়ে ও জেলা পরিষদের ১১ জন সদস্যদের নিয়ে বৈঠকে বসেন দুই মন্ত্রী।
জেলা পরিষদের অচলাবস্থা কাটাতে বৈঠক এই মুহুর্তে এখনও চলছে। উল্লেখ থাকে ১৮ বিশিষ্ট জেলা পরিষদের আসনের মধ্যে গত জুন মাসে দিল্লিতে গিয়ে জেলা সভাধিপতি সহ ৯ জন সদস্য বিজেপিতে যোগ দেয়। পরে জেলায় ফিরে ফের ৪ জন তৃনমুলে যোগ দেয়। এদিকে বিজেপি হয়ে সভাধিপতি জেলা পরিষদে বসায় জেলায় উন্নয়ন মুলক কাজ থমকে রয়েছে প্রশাসনিক জটিলতায়। ইতিমধ্যে কলকাতায় তৃনমুল নেত্রী কালিঘাটের বাড়িতে জেলা পরিষদের সদস্যদের নিয়ে এক বৈঠকও করে ছিলেন। এরপরেই তার নির্দেশে জেলা পরিষদের জট কাটাতে পঞ্চায়েত মন্ত্রী ও অনগ্রসর কল্যান মন্ত্রীর জেলা আগমন বলে জানা গেছে।