বালুরঘাটের ময়ামারিতে উদ্ধার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য
বালুরঘাট ১৭ জুলাইঃ আজ বিকেলে বালুরঘাট শহরের ময়ামারি এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চঞ্চল্য। এলাকায় বাসিন্দাদের অভিযোগ ওই ব্যাক্তিকে খুন করে ফেলে যাওয়া হয়েছে। মৃত ব্যাক্তির নাম বিপুল মন্ডল ( ৪০)। মৃত ব্যক্তির দেহে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সে দেখেই প্রাথমিক ভাবে সন্দেহ, তাকে খুন করে ফেলে যাওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানা থেকে পুলিশের পদস্থ্য অফিসাররা ঘটনাস্থলে এসে তদন্তে নামে। পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য আটক করে জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এলাকার বাসিন্দাদের অভিযোগ পেশায় রাজমিস্ত্রি বিপুল মন্ডল নির্বিবাদি মানুষ ছিলেন। তাদের অভিযোগ কে বা কারা তাকে দুপুরের পর এখানে মেরে ফেলে রেখে গেছে।