২৪শে জুলাই গঙ্গারামপুর পুরসভায় তলবি সভার ডাক
১৬ই জুলাই, গঙ্গারামপুরঃ গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে তলবি সভার ডাক দিলেন তৃণমূলের তিন কাউন্সিলর। গনতান্ত্রিক পদ্ধতিকে অমান্য করে বেঅইনি ভাবে ক্ষমতা দখল করে থাকার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা ঘোষনা করেন গঙ্গা রামপুর পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকার। ২৪শে জুলাই অনুষ্ঠিত হবে তলবি সভা। এই ঘটনায় নতুন করে শোরগোল ছড়িয়েছে শহর এলাকায়।
পুরসভা সুত্রের খবর, গত ২৫শে মে চেয়াম্যানের বিরুদ্ধে অনাস্থার ডাক দেন ভাইস চেয়ারম্যান সহ বেশ কয়েকজন কাউন্সিলর। ১৯৭৩ সালের পুর আইন অনুযায়ী অনাস্থা ডাকার ১৫দিনের মধ্যে তার প্রতিক্রিয়া জানানোর নিয়ম থাকলেও এক্ষেত্রে চেয়ারম্যান প্রশান্ত মিত্র তা অমান্য করেছেন। উল্টে ভাইস চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় ভাইস চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকারকে। যার পরেই চেয়ারম্যানের বিরুদ্ধে তলবি সভার ডাক দিয়েছেন পদ হারানো ভাইস চেয়ারম্যান সহ তৃণমূলের তিন কাউন্সিলর রাকেশ পন্ডিত, অতনু রায় ও অমল সরকার। ২৪ তারিখের ঐ তলবি সভায় ভোটাভুটির মাধ্যমে কাউন্সিলররা ঠিক করবেন তাদের নতুন চেয়ারম্যান। অমলেন্দু সরকার আমাদের জানিয়েছেন, অনাস্থা প্রস্তাবের কোন প্রতিক্রিয়া দেননি চেয়ারম্যান। বাধ্য হয়েই তলবি সভার ডাক দেওয়া হয়েছে। গঙ্গারামপুর পুরসভা চেয়ারম্যান প্রশান্ত মজুমদার জানিয়েছেন, নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে। তিনি চিঠি দিয়েছেন আলোচনার জন্য। বিষয়টি দেখা হচ্ছে।