গঙ্গারামপুরে বন্যায় ব্যাপক প্লাবনে আক্রান্ত বহু মানুষ
১৬ই জুলাই, বালুরঘাটঃ বন্যার প্লাবন পূর্ণভবায় ইতিমধ্যে বিপদসীমা পার করেছে, এবার সেই জলস্ফীতির চাপে ভাঙল গঙ্গারামপুরের পূর্ণভবা নদী বাঁধ। আর সেই জলে প্লাবিত হলো বেশ কিছু গ্রাম। ঘটনায় চরম আতঙ্কের পরিবেশ দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গা রামপুরের বেলবাড়ী গ্রামের খাটিয়াপাড়ার এলাকা। এছাড়াও গঙ্গারামপুরের সুকদেবপুরের কাঁটাতোড়ের বাংলাদেশ সীমান্ত এলাকার নদীবাঁধে বিরাট ফাঁটল দেখা যায়। পরিস্থিতি বুঝতে এলাকায় পৌছায় দুইদেশের সীমান্ত রক্ষী বাহিনী। পরিস্থিতি খতিয়ে দেখে এলাকায় যান দক্ষিন দিনাজপুর জেলা শাসক নিখিল নির্মল সহ অন্যান্য আধিকারিকরা।
জল বাড়তেই গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ী গ্রাম পঞ্চায়েতের খাঁটিয়াপাড়া এলাকার পুর্ণভবা নদীর বাঁধ মঙ্গলবার ভোরে ভেঙ্গে যায়। ঘটনার পরেই আশপাশের খাঁটিয়াপাড়া, গুড়িয়াপাড়া, বেলবাড়ী, জয়পুর, সয়রাপুর, বজ্রাপুকুর, নন্দনপুর সহ প্রায় ২৫টি গ্রাম জলের তলায় প্লাবিত হয়েছে। বন্যায় আক্রান্ত এক ব্যক্তি জানান যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সব কিছু শেষ হয়ে গিয়েছে। নতুন করে জল বাড়তে থাকাই ঘরের কোন জিনিসপত্র বের করতে পারেনি। তার মতো অনেকেই বন্যায় আশ্রয়হিন হয়ে পরেছে।