৪ দিনের বৃষ্টি জলমগ্ন উত্তর দিনাজপুর জেলার চোপড়া
১৪ই জুলাই, চোপড়াঃ গত ৪ দিনের বৃষ্টি জলমগ্ন উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের বেশ কিছু এলাকা।ফলে সমস্যায় পড়েছে গ্রামের মানুষ থেকে শুরু করে ছাত্র ছাত্রীরা। গ্রামের মানুষদের সমস্যার কথা জানতে পেরে হাতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান শাকিব আহমেদ এবং ব্লক প্রশাসনের লোকেরা সাথে নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।হাতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু রাস্তার বাঁধ ভেঙে যাওয়া চলচলা বিচ্ছিন্য হয়ে পড়েছে। ফলে সমস্যায় গ্রামের মানুষদের।কিভাবে গ্রামের মানুষদের প্রাথমিক ভাবে সমস্যা সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করেন উপ- প্রধানও ব্লক প্রশাসনে এ লোকেরা গ্রামবাসিদের সাথে।
ক্ষতিগ্রস্থ এলাকাগুলি পরিদর্শন করেন প্রতিনিধি দল। বিশেষ করে যে রাস্তা দিয়ে চলাচল করে গ্রামের মানুষ তা নদীর জলে ভেঙে গিয়েছে তার দিকে নজর দিওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যাতে গ্রামে লোকেরা চলাচল করতে পারে।পঞ্চায়েত থেকে সহযোগিতা চেষ্টা চালানো হচ্ছে।