ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের উদ্যোগে অাযোজিত হলো মহিলা ফুটবল
বালুরঘাট ২৩ জুনঃ “সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল” বাঙালির মননে স্বপ্নে রয়েছে ফুটবল। আর বাঙালির এই ফুটবলের সাথে ওত প্রত ভাবে জড়িয়ে আছে ইষ্টবেঙ্গল ক্লাবের নাম। আর সেদিকে তাকিয়েই দক্ষিণ দিনাজপুর জেলায় এবছরই ইষ্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা গড়ে তুলেছে ইষ্টবেঙ্গল ফ্যান্স ক্লাব ।
ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাব গড়েই তারা থেমে না থেকে দক্ষিণ দিনাজপুর জেলার ফুটবল প্রতিভাদের অন্বেষণ করতে বিশেষ ভাবে উদ্যোগী হয়ে উঠেছে তাদের নানান কার্যকারিতার মাধ্যমে। প্রথম ধাপ হিসেবে আজ ২৩ শে জুন এক স্কুল ভিত্তিক বালক ও আমন্ত্রণ মুলক মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে।
বালুরঘাট টাউন ক্লাবের ময়দানে এই খেলায় অনুর্ধ ১৭ বালক বিভাগ স্কুল ভিত্তিক প্রতিযোগিতায় বালুরঘাট ব্লকের ৪ টি দল ও জেলার ৪ টি মহিলা ফুটবল টিম অংশ নিয়েছিল। বালক বিভাগে কবিতীর্থ হাই স্কুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের সুদৃশ্য কাপ জিতে নেয় পতিরাম হাই স্কুল। শুধু তাই নয় প্রতিযোগীতায় সেরা খেলওয়াড়, স্কোরার ও গোলকিপারের পুরষ্কারও এই দলটির ছেলেরা জিতে নেয়। এছাড়া মহিলা ফুটবলে চাম্পিয়ান হয় গোপালপুর স্পোর্টস অ্যাকাডেমী রানারআপ হয় গুরাইল সরকার স্পোর্টস অ্যাকাডেমী। এই বিষয়ে ইষ্টবেঙ্গল ইষ্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব দক্ষিণ দিনাজপুরের ভাইস প্রেসিডেন্ট অঞ্জন চ্যাটার্জী জানান আমরা এখন জেলার নতুন ফুটবলার অন্বেষণের উদ্দেশ্যে ও জেলার ফুটবল ময়দানে ফের দর্শকদের মাঠে ফেরানোর উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগ।আমরা এর পাশাপাশি আগামীতে ফুটবলের পাশাপাশি নানান সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত হয়ে জেলায় আমাদের মহান ক্লাবের সুনাম বজায় রাখতে বদ্ধ পরিকর।
দক্ষিণ দিনাজপুর জেলার ফুটবল প্রতিভাদের অন্বেষণ করতে ইষ্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার সর্বস্তরের ক্রীড়া প্রেমী মানুষ।