আচমকায় বিদ্যুতের ওভার ভোল্টেজ হওয়ায় বালুরঘাটের একাধিক বাড়িতে নষ্ট হলো বৈদ্যুতিক সরঞ্জাম

১৩ই জুন, বালুরঘাটঃ হঠাৎ বিদ্যুতের ওভার ভোল্টেজে আতঙ্কিত হয়ে পরলো বালুরঘাট শহরের রামকৃ্ষ্ণপল্লী এলাকায়। বুধবার রাতে এই ঘটনায় এলাকার অধিকাংশ বাড়ীতে পুড়ে নষ্ট হয়ে গেলো টিভি ফ্রিজ সহ একাধিক বৈদ্যুতিক সরঞ্জাম। ঘটনার কিছুখনের মধ্যেই বিচ্ছিন্ন হয়ে যায় এই এলাকার বিদ্যুৎ পরিষেবা। এইদিন সকাল থেকেই এই এলাকার বিদ্যুত-এর তার বদল করে আধুনিক কভার তার লাগানো হয়। তার পরেই সন্ধ্যায় ওভার ভোল্টেজে একে একে পুড়ে যায় টিভি, ফ্রিজ, ফ্যান থেকে এসি সহ একাধিক বৈদ্যুতিক সরঞ্জাম, ফেটে যায় বৈদ্যুতিক বাল্প।

 

ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের পরিবেশ তৈরির পাশাপাশি তৈরি হয় আতঙ্ক। তীব্র গরমে রাতভর বিদ্যুৎ না থাকায় গরমে কষ্ট পাই এলাকার মানুষ। তাদের অভিযোগ বিদ্যুৎ দপ্তর রাতভর কোন সমাধান করতে না পারায় তীব্র গরমে রাত কাটাতে হয় তাদের। বালুরঘাট স্টেশন ম্যানেজার আবীর হাসান মঞ্জুর আমাদের জানিয়েছেন, কোন অভিযোগ পাইনি। পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *