জমি বিবাদে দেওরের হাতে খুন বৌদি, অভিযুক্তের খোঁজে পুলিশ
১০ জুন, মালদাঃ জমি নিয়ে পারিবারিক বিবাদে দেওরের হাতে খুন হলেন বৌদি। ইট দিয়ে মহিলার মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার উগ্ৰীটোলা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম মহেলা বিবি(৪৫)। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দেওর। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।
পরিবার সূত্রে জানাগেছে, নুরুল ইসলাম ও তার ভাই আনবার আলীর মধ্যে জায়গা সহ বাঁশ ঝাড় নিয়ে দীর্ঘদিনের বিবাদ। মাঝেমধ্যেই তা নিয়ে গণ্ডগোল লেগেই থাকতো। সোমবার সকালে জমি নিয়ে ফের বিবাদ লেগে যায়। তখনই দেওর আনবার আলী ও তার পরিবারের সদস্যরা ওই মহিলার ওপর আক্রমণ করেন। ইট দিয়ে মহিলার মাথায় আঘাত করেন আনবার আলী বলে অভিযোগ। তড়িঘড়ি স্থানীয়রা সহ পুলিশ ছুটে এসে মহিলাকে মানিকচক গ্রামীন হাসপাতালে নিয়ে চিৎসকেরা মহিলাকে মৃত ঘোষণা করেন। এরপরই পুলিশ তিন জনকে আটক করলেও মূল অভিযুক্ত আনবার আলী পলাতক। অভিযুক্তের বাড়িতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।