নির্বাচন পার হতেই ফের প্লাস্টিক দুধের আতঙ্ক কালিয়াগঞ্জে, প্রশাসনিক হস্তক্ষেপের দাবী
১০ জুন, মালদাঃ বেশ কয়েক মাস যেতে না যাতেই আবার প্লাস্টিক দুধের আতঙ্গ ছড়াল কালিয়াগঞ্জে । ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের স্কুল পাড়া এলাকায়। জানাজায় রবিবার সন্ধ্যায় স্কুল পাড়ার বাসিন্দা সুব্রত দাস প্রতিদিনের মতো স্থানীয় সীতা মোড়ের বাজার থেকে দুধ কিনে নিয়ে আসেন। রাতে সুব্রত বাবুর স্ত্রী পার্বতী দাস দুধ জাল দেওয়ার সময় দুর্গন্ধ বের হতে থাকে।
কিছুক্ষনের মধ্যের জাল দিতে থাকা দুধ জমে গিয়ে রাবারের মতো হতে থাকে। যার পরেই প্লাস্টিক দুধ সন্দেহ হওয়ায় পাড়া প্রতিবেশিদের বড়িতে ডেকে এনে বিষয়টি প্রত্যক্ষ করান । এলাকা বাসিন্দা পিন্টু দাস জানান,কয়েক মাস আগে প্লাস্টিক দুধের আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। কিছুদিন বন্ধ থাকার পর কিছু অসাধু ব্যবসায়ী প্লাস্টিকের দুধ বানিয়ে মানুষের জীবনের সাথে ছিনিমিনি করছে। প্রশাসনের উচিত কড়া ভাবে পদক্ষেপ নেওয়া।