বালুরঘাটে তৃণমূল গোষ্ঠী সংঘর্ষে অাহত তিন
৪ জুন, বালুরঘাটঃ ভোটের খারাপ ফল নিয়ে চাপান উত্তোরের জেরে বালুরঘাট শহরের সাহেবকাছাড়ি পাড়ায় তৃনমুলের দুই গোষ্টীর মধ্যে সংঘর্ষ। আহত তিন, গুরুত্ব অাহত অসীম সরকার, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা। খবর পেয়ে বালুরঘাট থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গেলে এব্যাপারে কাউওকে গ্রেফতার করে উঠতে পারেনি। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি টহল চলছে।