পেট্রোল, ডিজেলের মূল্য বৃদ্ধিকে হাতিয়ার করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে পথে নামল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস, প্রতীকি পথ অবরোধ করে আন্দোলনের হুঁশিয়ারি
লোকসভা ভোটে রাজ্য জুড়ে তৃণমূলের ব্যাপক পরাজয়ের বিধানসভা ভোটকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে নেতৃত্বরা৷ কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে মঙ্গলবার বালুরঘাটে প্রতিবাদ মিছিল করল জেলা তৃণমূল নেতৃত্ব৷ লাগামহীন গ্যাসের মূল্যবৃদ্ধি পেট্রোল ও ডিজেলের দাম নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবিতে সরব হয় তৃণমূল কর্মী সমর্থক৷ এ দিন বালুরঘাট শহরের হাইস্কুল মাঠ থেকে শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে বিশাল মিছিল করে তৃণমূল কংগ্রেস৷ সকল নেতা কর্মীরা হাতে ঘাসফুলের দলীয় পতাকা ও ফেস্টুন নিয়ে শহর পরিক্রমা করেন৷ মিছিলের নেতৃত্ব দেন জেলা যুব সভাপতি অম্বরীশ সরকার, প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা প্রমুখ্য নেতৃত্বরা৷ এদিন ধিক্কার মিছিলের পাশাপাশি বালুরঘাট পুরো বাসস্ট্যান্ড এলাকায় প্রতীকি পথ অবরোধ করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন আন্দোলনকারীরা৷
দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের যুব সভাপতি অম্বর সরকার জানিয়েছেন দিনের পর দিন বিজেপির কর্মী সমর্থকদের অত্যাচার বৃদ্ধি পাচ্ছে ৷ কেন্দ্র সরকার পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধি করছে ৷ লাগাম ছাড়া ভাবে বাড়ানো হচ্ছে গ্যাসের দাম ৷ যার প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস ৷ আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷