তৃণমূল কংগ্রেস জেলা সভাপতির পদ হারাতেই সরানো হলো দক্ষিন দিনাজপুরের সভাধিপতির ঘর থেকে বিপ্লব মিত্রের ছবি
৪ঠা জুন, বালুরঘাটঃ দক্ষিন দিনাজপুর জেলা পরিষদ গত বছরে গঠন হবার পরেই দক্ষিন দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়ের ঘরে মূখ্যমন্ত্রীর ছবির পাশে লাগানো হয়েছিলো দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব মিত্রের ছবি।কিন্তু লোকসভা নির্বাচনে হারের পরেই জেলা সভাপতির পদ খুয়েছেন তিনি, আর তারপরেই খুলে ফেলা হলো বিপ্লব মিত্রের ছবি। যদিও জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় আমাদের জানান নির্বাচনের কারনে মূখ্যমন্ত্রীর ছবি সরানো হয়েছে, নির্বাচনে পর্ব মিটে যাওয়ার পরে তিনি অসুস্থ্য থাকায় অফিসে আসতে পারেননি। তিনি অফিসে ফিরে আবার মূখ্যমন্ত্রীর ছবি লাগানো হবে। গত পঞ্চায়েত নির্বাচনে দ্বিতীয় বারের জন্য আবার ক্ষমতায় ফেরে তৃণমূল কংগ্রেস। বর্তমান জেলা সভাধিপতি বিপ্লব মিত্র ঘনিষ্ট হওয়ায় তার ঘরে মূখ্যমন্ত্রীর ছবির সঙ্গে রাখা ছিলো প্রাক্তন জেলা সভাধিপতি বিপ্লব মিত্রের ছবি। কিন্তু লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পরে দলনেত্রী মমতা ব্যানার্জী জেলা সভাপতির দায়িত্ব দেন অর্পিতা ঘোষকে। আর তারপর থেকেই বদলাতে থেকে জেলায় তৃণমূলের অন্দরের আবহাওয়া। পরিবর্তন করা হয় যুব তৃণমূল জেলা সভাপতি থেকে দলে ফেরনো হয় বহিস্কৃত তৃণমূল নেতা সুভাষিস পালকে। আর এরপরেই বিপ্লব মিত্র সহ মূখ্যমন্ত্রীর ছবি উধাও নিয়ে তৈরি হয় জল্পনা।
জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় আমাদের জানান নির্বাচনের কারনে মূখ্যমন্ত্রীর ছবি সরানো হয়েছে, নির্বাচনে পর্ব মিটে যাওয়ার পরে তিনি অসুস্থ্য থাকায় অফিসে আসতে পারেননি। তিনি বলেন আবার পুনরায় লাগানো হবে মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ছবি।