১৮ তেও বাংলায় নেই পূর্ণমন্ত্রী, সন্তুষ্ট থাকতে হলো ২ রাষ্ট্রমন্ত্রীতেই
৩০ শে মে, দিনাজপুর ডেইলি ডেস্কঃ বাংলার মানুষ স্বপ্ন দেখেছিল এবারের মোদি মন্ত্রী সভায় বাংলা পাবে অন্তত দুইজন পূর্ণমন্ত্রী, এবং কম পক্ষে জনা কয়েক রাষ্ট্রমন্ত্রী পাবে বাংলা। কিন্তু সব কিছু যেন স্বপ্নই থেকে গেলো বাঙ্গালির। মাত্র দুই রাষ্ট্রমন্ত্রী নিয়েই সন্তুষ্ট হতে হলো বাংলার মানুষকে। দেশের ২৩ জন পূর্ণমন্ত্রীর মধ্যে স্থান না পেলেও রাষ্ট্রমন্ত্রী হলেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী। রাজ্যের মানুষ কিছুটা হতাশ হলেও অানন্দ উন্মাদনা কম ছিলনা বাংলার মানুষের। সারা রাজ্যের পাশাপাশি স্বাধীনতার পর এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রী পেয়ে উল্লাস ও উন্মাদনা দুই প্রকাশ পেলো বালুরঘাটের সর্বত্র। কারন রায়গঞ্জের সাংসদ বালুরঘাটের মেয়ে দেবশ্রী চৌধুরি এইদিন শপথ নিলো রাইসিনা হিলস এ। সবার অাশা এবার বালুরঘাটের রেল থেকে অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন ঘটবে। হাওড়া বালুরঘাট এক্সপ্রেস থেকে বালুরঘাট দিল্লী কিম্বা চেন্নায় সহ বেশ কিছু ট্রেন, বালুরঘাট হিলি সহ একাধিক নতুন রেল প্রকল্পের কাজ, টুরা হিলি করিডরের মতো প্রকল্প গুলো বাস্তবায়ন ঘটবে।