ঝড়ে ক্ষতিগ্রস্ত কলাচাষীদের সরকারি ক্ষতিপূরণের দাবীতে বিডিওর কাছে ডেপুটেশন
২৭শে মে, বালুরঘাটঃ ঝড়ে বিপর্যস্ত কলাচাষীদের সরকারি ক্ষতিপূরণের দাবীতে সোমবার বালুরঘাট বিডিও অফিস ঘেরাও ক্ষতিগ্রস্থ চাষীদের। বিডিও-র ক্ষতিপূরণের আশ্বাসে আশ্বস্ত কলাচাষীরা। সোমবার পতিরামের প্রায় জনা ৫০ কলাচাষী ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়ে ক্ষতিপূরণের দাবীতে বিডিও অফিস ঘেরাও করেন। জানাযায় পতিরামের লক্ষ্মীপুর, মনিপুর ও চকহাই এলাকায় বুধবার প্রবল ঝড়ে ভেঙ্গে পরে বহু কলা গাছ। ঘটনায় মাথায় হাত পরে এলাকার কলাচাষীদের। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌছায় বালুরঘাটের বিডিও অনুজ শিকদার। কৃ্ষকদের দাবী ক্ষতিপূরন না পেলে তারা পথে বসবে। বালুরঘাটের বিডিও আমাদের জানান ঝড়ে ক্ষতিগ্রস্থ চাষীদের সাহায্যের জন্য তাদের আবেদন করতে বলেছেন। নিয়ম অনুযায়ী সরকার তাদের সাহায্য করবে।