তপনে যাত্রীবাহি গাড়ি বাড়বাড়ন্তে যানজটে অতিষ্ট পথচারি, অথচ ফাঁকা তপন বাসস্ট্যান্ডে বাড়ছে দুস্কৃতি দৌড়াত্ব
১৮ই মে, তপনঃ যাত্রীবাহি গাড়ি বাড়বাড়ন্তে তপনে ব্যাপক যানজটে অতিষ্ট পথচারি। তপন চৌপথি থেকে তপন থানা মোড় কিম্বা তপন দাঁড়াল রাস্তায় যাত্রী ওঠা নামা নিয়ে বাস, অটো কিম্বা টোটোর বাড়বাড়ন্তে অতিষ্ট এলাকার সাধারন মানুষ। কিন্তু উল্টো দিকে ফাঁকা তপন বাসস্ট্যান্ডে বাড়ছে দুস্কৃতি দৌড়াত্ব। অথচ এলাকার বাসিন্দারা প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন কাজ না হওয়ায় ক্ষোভ বাড়চ্ছে এলাকার বাসিন্দাদের। ১৯৯৮ সালে বাম আমলে তপন এলাকায় তৈরি হয় এই বাসস্ট্যান্ড। তপন পঞ্চায়েত সমিতির তৈরি এই বাস স্ট্যান্ড থেকে বালুরঘাট, গঙ্গারামপুর, ইটাহার, সহ একাধিক রুটের বাস ছাড়া শুরু হয়। কিন্তু কালো স্রোতে দেখা যায় ক্রমেই এই বাস স্ট্যান্ডে ঢোকে না কোন বাস, রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ওঠা নামা করা সহ রাস্তার টোটোর দখলে চলে যাওয়ায় ব্যাপক সমস্যায় পরেছে এলাকার সাধারন মানুষ। অথচ তপন বাস স্ট্যান্ডে মদ ও জুয়ার আড্ডায় ক্রমেই অতিষ্ট হয়ে উঠছে এলাকার বাসিন্দারা। তপন বিডিও সুশান্ত মাইতি আমাদের জানিয়েছেন বিষয়টি তাদের নজরে রয়েছে। সমাজ বিরোধীদের তান্ডবের বিষয়টি একপ্রকার স্বীকার করে তিনি বলেন, এলাকায় হাইমাস্ট সহ একাধিক কাজ শুরু হয়েছে, তপনের যানজট সমস্যা মুকাবিলায় নতুন ধরনের কাজ শুরু হয়েছে। যা নির্বাচনের পরেই এই নিয়ে ব্যাবস্থা গ্রহন করা হবে।