পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিবাদ, ঘটনায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী
১৮ই মে, দিনাজপুর ডেইলি ডেস্কঃ তপনের গুড়াইল গ্রাম পঞ্চায়েতের হাটদীঘি এলাকার ওয়াকপ বোর্ডের এক পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গোষ্টির মধ্যে সংঘর্ষ। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। জানাযায় দীর্ঘ কয়েক বছর আগে পারভেজ শাহ নামে এক ব্যক্তি পুকুরটি ওয়াকপ বোর্ডের কাছ থেকে লিজ নেয়। এরপরে গত তিন বছর আগে এই পুকুরটি পুনরায় লিজ পায় রতন রায় নামে এক ব্যক্তি। লিজের একি সময় সীমার মধ্যে দুইব্যক্তি পুকুরটির লিজ মালিকানা ভুক্ত হওয়ায় ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয়। ঘটনার জল গড়িয়ে যায় আদালতে। এর মধ্যে দুই পক্ষকেই পুকুরের অধিকার থেকে বিরতে থাকতে বলে আদালত, কিন্তু এই মামলা চলাকালিন পুকুর মাছ ধরাকে ঘিরে উভয় পক্ষের মধ্যে সৃষ্টি হয় উত্তেজনা। যার মিমাংশা করতে শনিবার এলাকায় পৌছায় রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা সহ তপন ব্লক প্রশাসন ও তপন থানার আধিকারিকরা।মিমাংশায় স্থির হয় আদালতের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুকুর অধিকার স্থগিত রাখা হবে। কিন্তু এই মিমাংশার পরেই অভিযোগ তপন পঞ্চায়েত সমিতির সভাপতি রাজু দাসের নির্দেশে রতন রায় পুকুরে মাছ ধরতে গেলে বাধা দেয় পারভেজ শাহ। আর সেই বাঁধায় হাতাহাতিতে জড়িয়ে পরে উভয় পক্ষ। ঘটনার খবর পেয়ে এলাকায় আসে তপন থানার পুলিশ। ডিএসপি আইনশৃঙ্খলা ও তপন থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে নিয়ন্ত্রন করে পরিস্থিতি। তপন বিডিও সুশান্ত মাইতি আমাদের জানান, পুকুরটি নিয়ে আদালতে মামলা চলাকালীন দুই পক্ষের মধ্যে পুকুর দখলকে ঘিরে সংঘর্ষ সৃষ্টি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।