লোকসভা নির্বাচনের পর্ব মিটে গেলেই বালুরঘাট বিমানবন্দর থেকে উড়বে বিমান
১৫ই মে, দিনাজপুর ডেইলি ডেস্কঃ লোকসভা নির্বাচন প্রক্রিয়া মিটলেই চালু হতে চলেছে বালুরঘাট বিমানবন্দর, এমনি আশ্বাস মিললো রাজ্য পরিবহন দপ্তর সুত্রে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এই বিমান চালুর বিষয়ে আশ্বাস দিয়েছেন বলে জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহ সভাপতি বিপ্লব মিত্র। দক্ষিন দিনাজপুর জেলা শাসক দীপাপপ্রিয়া পি আমাদের জানান বালুরঘাট বিমানবন্দরের সব ধরনের কাজ প্রায় শেষ পর্যায়ে, সিভিল ওয়ার্ক প্রায় সম্পূর্ণ। এয়ারপোর্ট অথরিটি বিমানবন্দরের সব কাজ খতিয়ে দেখার পরে বিমান ওঠা নামার ছাড় পত্র দেবে। পাশাপাশি যাত্রী সুরক্ষা থেকে পুলিশের অ্যান্টি হাইজ্যাকিং দপ্তর চালুর মতো বিষয় গুলো খতিয়ে দেখে ছাড় পত্র মিলবে বলে জানা যায় জেলা প্রশাসন সুত্রে। ইতিমধ্যে এয়ারপোর্ট অথরিটি বিমানবন্দরের রানওয়ে খতিয়ে দেখেছে জানা যায় পূর্ত দপ্তর। দপ্তর সুত্রে জানাযায় এই বিমানবন্দরের ১০৯৭ মিটার রানওয়েকে বাড়িয়ে ১৪৯৫ মিটার করা হয়েছে। এছাড়াও যাত্রী প্রতিক্ষালয়, থেকে বিমানবন্দরের রাস্তা আলো থেকে একাধিক কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করেছে পূর্ত দপ্তর। একটি সুত্রে জানাযায় অসামরিক বিমান পরিবহন দপ্তরের অধিকর্তা দীপক কুমার গুপ্ত ও রাজ্য পরিবহন দপ্তরের যুগ্ম সচিব রজত বসুর মধ্যে একটি বৈঠকে এই বিমানবন্দরের কাজ সরজমিনে খতিয়ে দেখার পরে যাবতিয় আলোচনা হয়। যেখানে এটি আর জাতীয় বিমান ওঠা নামার বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানাযায়। যা সম্ভবত খুব দ্রুত বাস্তবে দেখতে পারবে এই জেলার মানুষ। যার ফলে সুবিধা পাবে এই জেলা সহ মালদা, উত্তর দিনাজপুর ও বাংলাদেশ থেকে এই দেশে আস বহু মানুষ, বাড়বে এই জেলার গুরুত্ব।