১০ মে, বালুরঘাটঃ দেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের ডোমের টাকা চাওয়াকে কেন্দ্র করে বালুরঘাট জেলা হাসপাতালের মর্গের সামনে তুমুল বিক্ষোভ দেখাল মৃতের পরিবার পরিজনরা। দীর্ঘক্ষন ধরে চলা এই বিক্ষোভের জেরে অনান্য দেহের ময়নাতদন্ত থমকে গেলে খবর পেয়ে ছুটে আসে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাদের হস্তক্ষেপে মৃতের লোকজন বিক্ষোভ তুলে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। ফের শুরু হয় ময়না তদন্তের কাজ।হাসপাতাল সুত্রে জানা গেছে আজ সকালে গঙ্গারামপুরে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই এলাকার বাবুলাল চৌধুরী নামে এক ব্যক্তির। পুলিশ তার দেহ আটক করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। অভিযোগ দুপুরে তার দেহ ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে গেলে ওই মৃতের পরিবারের কাছে ডোম ২৫০০ টাকা চায়। কিন্তু মৃতের পরিবারের অত টাকা দেবার ক্ষমতা না থাকায় তারা টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেয়। কিন্তু মর্গের ডোম তাদের অনুরোধে কান না দিয়ে দেহ তাদের কাছে ফিরিয়ে দিতে অস্বীকার করে। এর পরেই শোকার্ত পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পড়ে। তারা মর্গের সামনে হাসপাতালের ডোমের এই কান্ডের জন্য তুমুল বিক্ষোভ দেখাতে থাকে। তাদের এই বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় মর্গের কাজকর্ম। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ তবুও রেহাই পায়নি মৃতের পরিবার পরিজন। পরে তারা বাধ্য হয় ৭০০ টাকা দিয়ে তাদের আত্মীয়ের দেহ মর্গ থেকে ছাড়িয়ে নিতে বলে অভিযোগ। অপরদিকে হাসপাতালে আসা অনান্য রোগীর আত্মীয়দের অভিযোগ মর্গের ডোমেদের এই অত্যাচার চলছে দীর্ঘ দিন হাসপাতাল কর্তৃপক্ষ দেখে ও না দেখার ভান করে থাকে বলে তাদের অভিযোগ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এব্যাপারে মুখ খুলতে নারাজ। তাদের বক্তব্য যা বলার রাজ্য স্বাস্থ্য দফতর বলবে। এদিকে মৃতদেহ মর্গ থেকে নিতে মৃতের আত্মীয়দের হয়রানী নিরসনের দিকে তাদের কোন নজর নেই বলেই সাধারন রোগীর আত্মীয়দের অভিযোগ।