ফণী মুখ ঘুরিয়ে ক্রমেই বাংলার উর্দ্ধমুখী, মুর্শিদাবাদ হয়ে ঢুকতে পারে বাংলাদেশে, তান্ডব বাড়তে পারে মালদা দিনাজপুরে
৩রা মে, দিনাজপুর ডেইলি ডেস্কঃ ফণী উড়িষার পরে বাংলার দীঘায় অবস্থান করছে এখন। তবে বাংলায় প্রবেশ করেই অভিমুখ ক্রমেই উঠছে উর্দ্ধমুখে। যা মেদিনীপুর হয়ে অাছড়ে পড়তে পারে মুর্শিদাবাদের দিকে। যার ফলে ক্ষতির পরিমান বাড়তে পারে নদীয়া, মুর্শিদাবাদের পাশাপাশি মালদা দিনাজপুরেরও। কারণ ফণী মুখ সরে যাওয়ার সম্ভাবনায় মুর্শিদাবাদের উপর দিয়েই বাংলাদেশের দিকে ঢুকতে পারে ফণী, যার ফলে এর প্রভাব অনেকটাই ছুয়ে যাবে দিনাজপুরে বলে উপগ্রহ চিত্রে ছবি মিলছে। ফণীর অভিমুখ যদি এই ভাবে বাংলায় উর্দ্ধমুখী হয় তবে বালুরঘাট কিন্তু সম্ভবত খুব কাছে থেকে ফনীকে উপলব্ধি করতে পারে। জেলা প্রসাশন ইতিমধ্যে সবধরনের সতর্কতা অবলম্বন করেছে। সতর্ক করা হয়েছে সাধারন মানুষকে। যেকোন পরিস্থিতির জন্য সব ধরনের ব্যাবস্থা গ্রহন করছে জেলা প্রসাশন।