অবৈধ মদের কারবার বন্ধ করতে মহিলাদের আবগারি দপ্তর ঘেরাও
২৬শে এপ্রিল, বালুরঘাটঃ অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলতে থাকা মদের অবৈধ কারবারের প্রতিবাদ জানাতে জেলা অাবগারি দপ্তরের সামনে গ্রামের মহিলাদের বিক্ষোভ। বালুরঘাট থানার চক মাধব ও কুতুবপুর গ্রামে প্রায় ৫০ জন মহিলা এদিন দক্ষিণ দিনাজপুর জেলা আবগারি দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি এলাকায় দীর্ঘদিন ধরে চলতে থাকা অবৈধ মদের দোকানের বিরুদ্ধে বারবার প্রতিবাদ জানিয়েও কোনও লাভ হয়নি। এত দিন বিষয়টা স্বাভাবিকভাবে মেনে নিয়েছিলেন গ্রামের মহিলারা কিন্তু বিগত কয়েক মাসে গ্রামের ছোট ছেলেগুলো মদের দোকানে ভিড় জমাচ্ছে। বাড়ি জিনিস চুরি করে নিয়ে গিয়ে মদ খাচ্ছে। তাই মহিলারা বাধ্য হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন । এর আগে পুলিশকে বহুবার জানানো হচ্ছে কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি বালুরঘাট থানার পুলিশ। এই সব অবৈধ মদের কারবার বন্ধ করতে তাদের এইদিনের আন্দোলন বলে জানান আন্দোলনকারি মহিলা। এই ঘটনায় আবগারি সুপারের কোন বক্তব্য পাওয়া যায়নি।