গ্রামের মহিলাদের ঝাঁটা লাঠি নিয়ে পুলিশ কর্মীদের ধাওয়া, গ্রামবাসীদের মারধরের প্রতিফলন বলে অভিযোগ
২৩শে এপ্রিল, বালুরঘাটঃ বালুরঘাটের অমৃতখন্ড গ্রামের চকমাধবে রাস্তার দাবীতে ভোট বয়কটের ডাক দেয় গ্রামবাসীরা। ভোট বয়কটের গ্রামে পুলিশ গিয়ে গ্রামবাসীদের মারধরের অভিযোগ ওঠে পুলিশ কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় পুলিশ কর্মীদের পাল্টা ঝাঁটা লাঠি নিয়ে হামলা করে গ্রামের মহিলারা। বেগতিক বুঝে এলাকা থেকে পালায় পুলিশ কর্মীরা। ঘটনায় এলাকায় পৌছায় কেন্দ্রীয় বাহিনী। রাস্তা কেঠে বিক্ষোভে বসে এলাকার মানুষরা। এরপরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গ্রামবাসীর কাছে ক্ষমা চেয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এইদিন এই চকমাধবের মোট ৭৪৩ জন ভোটারের মধ্যে ১৯০ জন ভোট দাতা ভোটে অংশগ্রহন করে। গ্রামের মহিলারা আমাদের জানান রাস্তার দাবীতে তাদের এই ভোট বয়কট ছিলো। কিন্তু পুলিশ জোর করে ভোট দানে বাধ্য করে কিছু বাসিন্দাকে। যার প্রতিবাদে তাদের মারধর করা হয়। বুথের দ্বায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার সুকান্ত মন্ডল আমাদের জানিয়েছেন বাসিন্দারা ভোট দানে বাঁধা দিলে পুলিশ কর্মীদের সাথে বচসা শুরু হয়। যার থেকেই সৃষ্টি হয় উত্তেজনা।