সন্ধ্যা ৬টা পর্যন্ত বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট পড়লো ৮৪.৪ শতাংশ
২৩শে এপ্রিল, বালুরঘাটঃ সন্ধ্যা ৬টা পর্যন্ত বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট পড়লো ৮৪.৪ শতাংশ। জেলায় সকাল থেকে ভোটারদের ভোটদানে প্রবল উৎসাহ দেখা গেলেও সকালে ইভিএম বিভ্রাটে প্রায় সর্বত্র ভোটদান শুরু হয় প্রায় সকাল ৮টা থেকে। এরপরে বালুরঘাট কেন্দ্রের সর্বত্র ভোট দান পর্ব শান্তিপূর্ণ ভাবে চললেও বিক্ষিপ্ত ভাবে কিছু তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা সামনে আসে। জেলার কুশমন্ডি ও তপনে বিক্ষিপ্ত ভাবে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে। যেখানে বিজেপি ও তৃণমূলের বেশ কয়েকজন আহত হয়। সংঘর্ষে তৃণমূলের একজনকে আটক করে গ্রামের মহিলারা মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পাশাপাশি সংঘর্ষ কবলিত এলাকায় দ্রুত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌছে স্বাভাবিক করে পরিস্থিতি। তবে সব দিক থেকে জেলার সার্বিক পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ। জেলার মানুষ প্রবল উৎসাহে এইদিন ভোট দানে অংশ নেয়।