মোদীর সভায় অনুপস্থিত দক্ষিন দিনাজপুর জেলা সভাপতি শুভেন্দু সরকার, কেন গোপন নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের?
২০শে এপ্রিল, বুনিয়াদপুরঃ জেলা সভাপতির অনুপস্থিতিতেই বিজেপি প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সভায় খোদ দলের জেলা সভাপতির অনুপস্থিতি নিয়ে শোরগোল সর্বত্র ৷ যদিও নিজের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রসঙ্গ এড়িয়েছেন জেলা সভাপতি শুভেন্দু সরকার৷ শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদারের হয়ে নির্বাচনী প্রচারে আসেন নরেন্দ্র মোদী৷ এ দিন মোদী তাঁর ভাষণে শুরু থেকে শেষ পর্যন্ত রাজ্যকে আক্রমণ করলেন জেলা সভাপতি সম্বন্ধে একটি বাক্যও খরচ করেনি জানিয়ে গুঞ্জন ছড়িয়েছে দলের অন্দরে৷ দলীয় সূত্রের খবর বুনিয়াদপুরে বিজেপির মহিলা নেত্রী মৌসুমী সরকারের আত্মহত্যা নিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন জেলা সভাপতি৷ শুভেন্দু সরকারের সঙ্গে ওই মহিলা নেত্রীর হাতাহাতির পরিবেশ তৈরি হয়৷ যার পরেই সাপে নেউলে সম্পর্ক গড়ে ওঠে দু জনের মধ্যে৷ এরপরেই আত্মহত্যা করেন মৌসুমী সরকার৷ এই ঘটনায় অবশ্য বিজেপির জেলা সভাপতিকে জেল খাটতে হয়েছে বছর খানেক আগে৷ সূত্রের খবর সেই থেকেই বুনিয়াদপুরে জেলা সভাপতি বিরোধী গোষ্ঠীর জন্ম হয়েছে এ দিন নরেন্দ্র মোদীর সভায় সভাপতি উপস্থিত থাকলে সকলের সামনে কোনও অঘটন ঘটার আশংঙ্খা করছেন দলের একাংশক৷ আর যে কারণেই ওই সভার আশে পাশে ঘেঁসেনি দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বলে খবর৷ এ দিনের সভায় জেলা সভাপতির অনুপস্থিতি নিয়ে দলের অন্দরে গুঞ্জন ছড়িয়েছে৷ এদিকে জেলার সংগঠন নিয়ে মোদির নিশ্চুপ থাকায় প্রশ্ন তুলেছে নেতৃত্বদের মধ্যে৷ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি শুভেন্দু সরকার জানিয়েছেন তাঁর শারীরিক অসুস্থতার কারণে তিনি সভায় উপস্থিত হতে পারেননি৷ তবে মোদীকে দেখতে তাঁর ভাষণ শুনতে পাঁচ লক্ষের বেশি জনসমাগম ঘটেছে৷ এবারের ভোটে তাঁদের প্রার্থীর জয় নিশ্চিত৷