বালুরঘাটে বিজেপির প্রচারে মুকুল রায়, চার্টার বিমানে নামেন বালুরঘাট বিমানবন্দরে
১৯শে এপ্রিল, বালুরঘাটঃ বালুরঘাটে একদিনে প্রচারে মমতা মুকুল। হেলিকপ্টার নিয়ে যখন বালুরঘাটে মমতা তখন বালুরঘাট বিমানবন্দরে চার্টার বিমানে নামলেন মুকুল। এইদিন তিনি তপনের বালাপুরে নির্বাচনী বৈঠক সারেন তিনি বিজেপি প্রার্থীর হয়ে। আগামীকাল সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী বৈঠক করবেন বুনিয়াদপুরে, সেই জনসভার প্রস্তুতির কাজ ক্ষতিয়ে দেখতে তিনি ও কৈলাশ বিজয়বর্গিয় সভাস্থলের কাজ পর্যবেক্ষণ করেন। মুকুল রায় বলেন এদিনের সভায় প্রায় কয়েক লক্ষ মানুষ সমবেত হবেন। তার জন্য সবধরনের প্রস্তুতি সমাপ্ত হয়েছে। মুকুল রায় বালাপুরের নির্বাচনী সভায় বাম দলকে আক্রমণ করে তাদের ভোট দিতে মানা করেন, তিনি বলেন বাম তৃণমূলকে ভোট দিয়েছেন, এবার একবার বিজেপিকে নিয়ে এসে দেশ গঠনে সহযোগিতা করুন, উন্নয়নকে এই পিছনে পরা এলাকায় বাস্তবায়ন ঘটান। এইদিনের সভায় মুকুল রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সভাপতি শুভেন্দু সরকার।