তপন ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পুলিশ ৪০ জনের নামে রজু করলো মামলা

১৭ই এপ্রিল, বালুরঘাটঃ গত দুইদিন আগে তপনের রামপাড়া চ্যাঁচড়ায় জমি বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও একজনের খুনের ঘটনার গতকালকের মুখ্যমন্ত্রীর জনসভা থেকে তীব্র নিন্দা করার পরেই পুলিশের পক্ষ থেকে রজু করা হলো ৪০জনের বিরুদ্ধে। যেখানে ইতিমধ্যে পুলিশি ধরপাকর শুরু করেছে রামপাড়া চ্যাঁচড়া এলাকায়। এইদিনের ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগ পেয়ে তপন থানার পুলিশ প্রাথমিক ভাবে ৪০ জনের বিরুদ্ধে মামলা রজু করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে জেলা জুড়ে চলছে পুলিশি অভিযান। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারনে রফিক মিয়া নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়, পাশাপাশি উল্টো পক্ষের মারধরে আহত হয় আরো এক জন। ঘটনায় আগুনে পুড়ে যায় এলাকার একাধিক বাড়ি, মৃত্যু হয় বেশ কিছু গবাধি পশুর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এলাকায় চলছে পুলিশ টহল, মোতায়ন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী থেকে জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *