চার বছর পরে বাংলায় পা মিঠুন দার, তাও আবার কলকাতা নয় কার্শিয়াং-এ

১৭ই এপ্রিল, দারজিলিংঃ তিনি বাংলার গর্ব। অথচ বাংলার সঙ্গে তাঁর যেন এখন কত দূরত্ব! মিঠুন চক্রবর্তী মানেই এখন বাঙালি নড়েচড়ে বসেন। অথচ তিনিই কি না বহুদিন ধরে বাংলার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন। তবে অপেক্ষার অবসান হল। দীর্ঘ প্রায় ৪ বছর বাদে বাংলায় পা রাখলেন ‘মহাগুরু’। কিন্তু তাও থেকে গেলেন একেবার আড়ালে। তবে কলকাতায় নয়, সোমবার বাংলা নববর্ষের প্রথম দিনে শৈলশহর কার্শিয়াংয়ে এসেছিলেন তিনি। সেখানকার সেন্ট অগাস্টিন স্কুলের সামনে নিজের একটি হোটেল উদ্বোধন করতেই বাংলায় এলেন বাংলায় ছেলে। কিন্তু মিঠুন যে পাহাড়ে আসছেন, সেই খবর সম্পূর্ণ গোপনই রাখা হয়েছিল। হোটেলের চারপাশেও নজিরবিহীন নিরাপত্তা। প্রবেশাধিকার ছিল না সাংবাদিকদেরও। কিন্তু মিঠুনের মতো তারকার খবর কি আর চেপে রাখা যায়? দ্রুতই সেই খবর ছড়িয়ে পড়ে পাহাড়ে। এমনকী, পাহাড় থেকে তা নেমে আসে সমতলেও। চাঞ্চল্য ছড়ায় একটি মিঠুনের ছবিকে ঘিরে। মিঠুনের হোটেল উদ্বোধনের ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন জিটিএ প্রশাসনিক বোর্ডের ভাইস চেয়ারম্যান তথা গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি অনীত থাপা। অনীত থাপার প্রেস বিবৃতি মারফত মিঠুনের পাহাড়ে আসার বিষয়টি প্রকাশ্যে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *