নির্বাচন কমিশনের নিরপক্ষতা নিয়ে প্রশ্ন, গন মাধ্যমকে হত্যা কমিশনের, লোকাল মিডিয়া ও নিউজ প্রোটালকে অনুমোদন নয় কমিশনের
১৭ এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ গ্রামের কোনায় কোনায়, সাধারন মানুষের সব থেকে পাশে সব সময় কাজ করে লোকাল কেবল নিউজ চ্যানেল ও বর্তমানে নিউজ প্রোটাল। মানুষ সকাল সন্ধ্যা তার নিজের খবর সবার আগে সব সময় পাই এই লোকাল নিউজ চ্যানেল বা নিউজ প্রোটাল থেকে। কিন্তু এবার গনতন্ত্রের সেই চতুর্থ স্তম্ভে আঘাত আনলো নির্বাচন কমিশন, কলঙ্কিত করলো নির্বাচন কমিশনকে, গন মাধ্যমকে হত্যা কমিশনের বলে দাবী করলো সাধারন মানুষ।গন মাধ্যমের কন্ঠ রোধের প্রথম প্রয়াস করলো যে নির্বাচন কমিশন, তার কাছে নিরপেক্ষতা আশা করা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রতিবছর লোকাল মিডিয়া এলাকা এলাকায় নির্বাচনের খবর সবার আগে তুলে ধরে, এই মিডিয়ায় আস্থা রাখে দেশের আম জনতা। সরকারী আদেশে এই গনমাধ্যম সংবিধানিক স্বীকৃ্ত, কিন্তু তার পরেও কোন কারন না দর্শীয়ে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত এক প্রকার অগনতান্ত্রীক, এক প্রকার ফ্যাসিস্ট কায়দায় গনমাধ্যমকে হত্যা করলো নির্বাচন কমিশন। মিডিয়ার প্রচারে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ মেনে নেওয়া যায়না বলেই মনে করছে মিডিয়ার একাংশ। জেলা প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর রায় আমাদের জানান প্রতিটি নির্বাচনে লোকাল মিডিয়া নির্বাচন প্রচার করবার অনুমোদন কমিশনের কাছ থেকে পেয়ে থাকে, বিগত যত নির্বাচন হয়েছে সেই সব ক্ষেত্রেই লোকাল মিডিয়া অনুমতি পেয়ে এসেছে, সে ক্ষেত্রে কি এমন হলো যে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত গ্রহন করলো, সংবিধানিক কোন বলে এটা করা হলো, বিগত প্রতিটি নির্বাচনে নির্বাচন কমিশন অনুমোদন দিলে এবার কমিশন কেন বাদ দিলো লোকাল মিডিয়াকে তা জানাতে হবে কমিশনকে। একি ভাবে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে দক্ষিন দিনাজপুর জার্নালিস্ট্ ক্লাবের সম্পাদক শঙ্কর দাস, তিনি বলেন এই সিদ্ধান্ত অগনতান্ত্রীক, কমিশনের নিরপেক্ষতাকে প্রমান করতে লোকাল মিডিয়াকে, নির্বাচনের প্রচারের অনুমোদন দিতে হবে।