বর্জ্য প্ল্যাস্টিক থেকে পরিবেশকে বাঁচাতে অভিনব উদ্যোগ ডিএলএড প্রশিক্ষণরত ছাত্র ছাত্রীদের

৪ঠা এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ পরিবেশ যখন ক্রমেই চলে যাচ্ছে প্লাস্টিক বা বিভিন্ন ক্ষতিকর বর্জ্য পদার্থে, তখন সেই সব বর্জ্য বস্তুকে সঠিক ব্যাবস্থাপনার মাধ্যমে পরিবেশ রক্ষার কাজে ব্যাবহার করা সম্ভব। যেমন প্লাস্টিকের বোতল কিম্বা, গাড়ীর ফেলে দেওয়া চাকা, আবার কিছু ক্যারিব্যাগ কিম্বা প্লাস্টিকের বালতি এইসব কিছুকে পুনঃ ব্যাবহারের ভাবনা নিয়ে একটি উদ্যোগ গ্রহন করলো বোল্লা অঞ্চলের কাশিলাবাটি প্রাথমিক বিদ্যালয়।এই বিদ্যালয়ে ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবক সহ এলাকার মানুষদের বজ্র পদার্থের পুনঃ ব্যবহার এবং বৃক্ষ রোপন নিয়ে একটি কর্মশালার আয়োজন করলো বানগড় স্কলার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এর ডিএলএডের প্রশিক্ষণরত ছাত্র ছাত্রীরা। বিদ্যালয়ে গান, নাটকের মাধ্যমে পরিবেশের অবদান সম্পর্কে বাচ্চাদের সচেতন করা হয় এবং অপ্রয়োজনীয় প্লাস্টিক যেমন গাড়ির টায়ারের মতো নানা বর্জ্য পদার্থ ফেলে না দিয়ে তাদের মধ্যে গাছ লাগিয়ে পুনঃ ব্যবহারের যোগ্য করার প্রক্রিয়া শেখানো হয়। এইদিন অভিভাবকদের সঙ্গে বাচ্চাদের উপস্থিতও লক্ষ্য করা যায়। বাচ্চা সহ বড়রাও যাতে পরিবেশের এই বিপদজনক প্রভাবের গুরুত্ব বুজতে পারে তার জন্য বানগড় স্কলার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এর ডিএলএডের প্রশিক্ষণরত ছাত্র ছাত্রীরা এইদিনের এই কর্মসূচির মাধ্যমে এর গুরুত্ব ও প্রয়োজনিয়তা তুলে ধরে।

1 thought on “বর্জ্য প্ল্যাস্টিক থেকে পরিবেশকে বাঁচাতে অভিনব উদ্যোগ ডিএলএড প্রশিক্ষণরত ছাত্র ছাত্রীদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *