তৃনমুল প্রার্থী অর্পিতা ঘোষের হয়ে প্রচার বালুরঘাটে মন্ত্রী ও নাট্যকার ব্রাত্য বসু
২রা এপ্রিল, বালুরঘাটঃ বালুরঘাট লোকসভা আসনে তৃনমুল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে বালুরঘাটে পথ সভার মাধ্যমে প্রার্থীর হয়ে প্রচার নামলেন মন্ত্রী ও নাট্যকার ব্রাত্য বসু। এইদিন সকালে কলকাতা থেকে বালুরঘাটে পৌছে, তিনি বিকাল থেকে নেমে পরেন প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে। যেখানে
বালুরঘাট শহরের বাসস্ট্যান্ড এলাকায় আজ সন্ধ্যায় তিনি পথ সভার মাধ্যমে প্রার্থীর হয়ে বক্তব্য রাখেন।এইদিন প্রার্থীর হয়ে প্রচারে ব্রাত্য বসুর সঙ্গে বালুরঘাটে আসেন নাট্য পরিচালক বিজয় মুখ্যোপাধ্যায়। এছাড়াও এইদিনের এই পথসভায় দেখা যায় বালুরঘাটের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তীকে। বক্তব্যে তিনি বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী যেভাবে সারা রাজ্যের উন্নয়ন করেছেন সেটা একটা নজির বিহীন ঘটনা। যেখানে এবারের নির্বাচন এই জন্য গুরুত্বপূর্ণ যে গত পাঁচ বছর যে সরকার এই দেশের মাথায় বসেছিলো সেই বিজেপি সরকার, যাকে প্রধানমন্ত্রী মোদী সরকারে বলে দেশ বাসির কাছে পরিচিতি ঘটিয়েছে, যেখানে তিনি দলের প্রবীন মুখদের সরিয়ে এই দেশের সম্পদকে নিরব মোদী কিম্বা বিজয় মাল্যের মতো কিছু লুটেরাদের হাতে তুলে দিয়েছেন, আর সেই লুটের টাকার দেনা দেশের ১৩০ কোটি মানুষের ঘারে চাপিয়ে দিয়েছেন। যেখানে প্রতিদিন সাধারন মানুষকে নিত্যদিন দেনার দায় কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। ব্যাঙ্ক থেকে নিত্যদিন পরিচালনা করতে রান্নার গ্যাস সব কিছুতেই মূল্য দিতে হচ্ছে এই দেশের মানুষকে। যেখানে আজকের দিনে দাঁড়িয়ে বাংলায় মমতা ব্যানার্জী জন পরিষেবা বাংলার প্রতিটি ঘরে কিছু না কিছু পৌছে দেওয়ায় শুধু নয়, এই বাংলায় যা মানুষের দৈনন্দিন সমস্যা ছিলো তা তিনি মিটিয়েছেন, যেখানে স্বাস্থ্য পরিষেবা থেকে বিদ্যুৎ, শিক্ষা থেকে পানীয় জল, রাস্তাঘাট থেকে যোগাযোগ ব্যাবস্থার আমুল পরিবর্তন সাধন করেছেন মমতা ব্যানার্জী। পাশাপাশি এই কেন্দ্রে গত পাঁচ বছর সাংসদ ও এবারে আবার তৃনমুল প্রার্থী অর্পিতা ঘোষ দেখিয়ে দিয়েছে উন্নয়নের কাজ থেকে বিগত যে সব সাংসদ এই এলাকা থেকে নির্বাচিত হয়েছিলেন, সংসদে তারা যা পারেননি তা তিনি করে দেখিয়েছেন। তাই আবার পূনরায় তাকে নির্বাচিত করা শুধু নয় এই বাংলায় মমতা ব্যানার্জীর ৪২ শে ৪২ করে, সারা দেশে তার হাতকে শক্ত করতে অর্পিতা ঘোষকে পুনরায় জয়ী করবার আহ্বান জানান তিনি।