বাংলায় প্রচারে তৃণমূলকে টেক্কা দিতে রাজ্য বিজেপি-কে চারটা হেলিকপ্টার ও একটা চার্টার বিমান
২রা এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ প্রচারে তৃণমূলকে সমানে সমানে টক্কর দিতে চাইছে বিজেপি। তাই বিভিন্ন প্রান্তে সভা করছেন রাজ্য নেতারা। আসছেন কেন্দ্রীয় নেতারাও। তাঁদের জন্য এবার দিল্লি থেকে ৪টি হেলিকপ্টার ও ১টি চার্টার বিমান পাচ্ছে রাজ্য বিজেপি। গতকাল দিল্লিতে বৈঠকের পরই হেলিকপ্টার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর। রাজ্যের প্রথম সারির ও হেভিওয়েট কেন্দ্রীয় নেতারাই প্রচারের জন্য হেলিকপ্টার পাবেন। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ একই দিনে একাধিক জনসভা করবেন। তাই তাঁর হেলিকপ্টারের প্রয়োজন হবে। তেমনই যোগী আদিত্যনাথের মতো স্টার ক্যাম্পেনার একই দিনে তিনটির বেশি জনসভা করবেন। তিনিও হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন। এছাড়া, উত্তরবঙ্গের প্রচারের জন্যও হেলিকপ্টার ব্যবহার হবে। তবে রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্বরাও হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন বলে খবর।
বিজেপি-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, “দ্রুত প্রচারের জন্য আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে হেলিকপ্টারের জন্য আবেদন করেছিলাম। সেই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের চুড়ান্ত ছাড়পত্র পেয়েছি।”