দীপঙ্কর ব্যানার্জীর প্রয়াণ হবার কয়েক ঘন্টা পরেই প্রয়াত হলেন বালুরঘাটের প্রাক্তন সাংসদ প্রশান্ত মজুমদার
২৭শে মার্চ, দিনাজপুর ডেইলি ডেস্কঃ একি দিনে বালুরঘাটের দুই বাম নেতার প্রয়াণ খবরে শোকাহত বালুরঘাট, সকালে বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দীপঙ্কর ব্যানার্জীর পরলোক গমনের কয়েক ঘন্টা পরেই প্রয়াত হলেন বালুরঘাটের প্রাক্তন সাংসদ ও আর-এস-পি দলের প্রাক্তন দক্ষিন দিনাজপুর জেলা সম্পাদক শ্রী প্রশান্ত মজুমদার। তিনিও গত প্রায় এক সপ্তাহ থেকে সেরিব্রাল আক্রান্ত হয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি ছিলেন।দীর্ঘ সময় আর-এস-পি দলের দক্ষিন দিনাজপুর জেলা সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন প্রশান্ত মজুমদার, এরপর তিনি ২০০৯ সালে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে বিজয়ী হন। যদিও তিনি ২০১৪ সাল থেকে সেই ভাবে আর আরএসপি দলের সঙ্গে সেইভাবে যুক্ত থাকেননি, বলা যেতে পারে তিনি এরপরে রাজনৈ্তিক সন্যাস গ্রহন করেন। তিনি দীর্ঘ সময় শারিরীক ভাবে অসুস্থ্য ছিলেন, গত সপ্তাহে তিনি সেরিব্রাল আক্রান্ত হয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি হন। কিছুখন আগে হাসপাতাল সুত্রে খবর আনুমানিক সন্ধ্যা পাঁচটা নাগাদ তিনি পরলেকগমন করেন। তার মৃত্যুতে শোকাহত বালুরঘাটের বাম নেতা। তিনি বহু বাম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, পেশায় শিক্ষক হলেও তিনি দলের জন্য স্বেচ্ছায় তার চাকরী জীবন থেকে অবসর গ্রহন করে, পূর্ণাঙ্গ সময়ের জন্য আর এস পির দক্ষিন দিনাজপুর জেলা পার্টির সম্পাদক পদের দ্বায়িত্ব সামলান। তিনি ২০০৯ সাল পর্যন্ত জেলা পার্টির সম্পাদক ছিলেন। একি দিনে দুই বাম নেতার প্রয়ানে শোকাহত বালুরঘাট।