কবিতা :।।পৌষের গান।। নিবেদনে: নীলিমা মন্ডল
কবিতা :।।পৌষের গান।।
নিবেদনে: নীলিমা মন্ডল
পৌষ যে তুমি বড়ই মধুর
শীতল দখিন বায়ে,
মিঠে সুরে ভেসে আসে
আমার সোনা গাঁয়ে।
পৌষ পার্বণে পিঠে পুলি
গাছের খেজুর গুড়ের,
ভাপা পিঠে মাটির খোলায়
নারিকেলের পুরের।
এরই মাঝে বেদন গাঁথা
আদুর গায়ে ওই যে,
প্রশ্ন বানে বিদ্ধ করে
পিঠের গন্ধ নেই যে!
উননে মা সেদ্ধ করে
বুনো শাকের এক ঝোল,
বুকের ভেতর ধড়াস্ করে
শুনে নিখাদ এই বোল!!
এসো না ভাই সবাই মিলে
পৌষের পিঠে খায়-দায়,
শান্তি আসবে মনে তখন
‘পৌষ তোদের’ গান গায়।