* বহুবিধ ঋণের সমাহারে* মঞ্জিরা ঘোষ
* বহুবিধ ঋণের সমাহারে*
মঞ্জিরা ঘোষ
হয়তো চোখের ভুল, যেহেতু তা কুয়াশা কাতর
অর্ধেক জীবন জুড়ে পাতা আছে বিরহের ভূমি–
অন্য সে কোন পথ? শুদ্ধতা হাঁটে নি যেখানে,
এ কেমন মৃত্যুযজ্ঞে চিতাভস্ম ওড়ালেও তুমি!
ভাবনার ঢেউ গুলি ভেসে ভেসে শব্দ প্রবাহে
করতল ভরে দেয়, বহুবিধ ঋণের সমাহারে —
বিগত সে দিন গুলি এমন তো দূর অতীত নয়
বেজেছিল বন্দিশ আমাদের বসন্ত বাহারে।
চাই নি তো বেশি কিছু ,পূর্ণ মর্যাদা টুকু ছাড়া
জনাকীর্ণ ভিড় থেকে বিচ্ছিন্ন একাকী সফরে,
শুদ্ধ ও ঋদ্ধ সেই উপাসনা মন্দির প্রাঙ্গণে
আরতির শিখা জ্বালি,মায়াময় নিবিড় আঁধারে।
এ কেমন যন্ত্রণা বাসা বাঁধে বুকের ভিতর
এ কেমন হাহাকার,তীর বেঁধা পাখির হৃদয়ে,
কোন অজানার দোষে দু্ষ্ট হয়ে আজ আয়োজনে
বাহুল্যের তকমা যেন তোলপাড় করে মন ছুঁয়ে।
স্খলিত হৃদয় যদি ভুলে যায় অরণ্যের ভাষা
কে গাইবে আনন্দ রঞ্জিত সাম গীতি–
হেঁটমুণ্ড লজ্জায় নত হয়ে আসে উঁচু মাথা
পথিকের পথে পথে বর্ষিত হোক বহু প্রীতি।।