“ঘুম ভেঙে দেখি ” ✒️✒️ রাকা ভট্টাচার্য্য
“ঘুম ভেঙে দেখি “
রাকা ভট্টাচার্য্য
কেন ঘুম ভাঙালে বলো!
কেন বারবার পরাজয় প্রবন্ধ লিখে দাও বিধাতা পুরুষ!
শূন্যের পাখি কী মাটিতে ঘর বেঁধে ধন্য হয়েছে কোনোদিন!
কোনোদিন বুঝেছ কি মেঘ আর বিদ্যুতের গোপন প্রেমের সংগ্রাম!
প্রেমিক হয়ে ওঠার আগে শান দাও বুকে
বুক থেকে ঝরে গেলে ফুল কোনো ঘ্রাণ চোখ ছুঁয়ে জ্বালায় আগুন??
ঘনিয়েছে দানা বাঁধা ঝড়
ডানায় শিকার করে দু একটা সাদাসিধা জীব
আমিও তাদেরই মত হয়ত কেউ,
হয়ত বারোমাস পড়ে থাকা বইয়ের একদিন সাধের পাতা ওলটানো ঝড়ের কবিতা…
তারপর আবার বছর খানি পরে তাকের এক কোণে জমাট ধুলো বাঁধা মলাটে কেউ যদি সাধ করে স্মৃতি রাখে!!
ঝোড়ো হাওয়া বৃষ্টির সংঘাতে
সন্ধ্যেটা কেটে যাবে কারণে অকারণে
অনেক দিনের পরে একটা নরম কবিতা
আর এক কাপ চায়ে মধু সাথে।
ডানা ভাঙা ঘুম শেষে দেখি শূন্য কাপে
শূন্য ঠোঁটের বিষণ্ণ লেকমি চুমুক।