কবিতা। শিরোনাম-হোমো স্যাপিয়েন্স। কলমে-ছন্দা চট্টোপাধ্যায়।

কবিতা।
শিরোনাম-হোমো স্যাপিয়েন্স।
কলমে-ছন্দা চট্টোপাধ্যায়।

ওরা বারবার আক্রান্ত হ‌য় কামনার জ্বরে…
নিজের শিরদাঁড়া নিজেরাই ভাঙে অধঃগমনের পিছল পথে…
যযাতি যৌবন শোষণ করে সন্তানের রক্ত…
লোনা স্বাদে ডুবে যায় লোহিত রসনা…!
ভাই ছুরি চালায় ভাইয়ের গলায়…
আত্মজাকে বিক্রি করে চুল্লুর দাম মেটায় পিতা!
সোনাগাছির মাটি লুকিয়ে চুরি করে পুরোহিত…
মাতৃপূজায় সর্বাধিক পবিত্র উপকরণ…
বেশ্যাদ্বার মৃত্তিকা!
অসহায় অশ্রু ভারাক্রান্ত পুরোহিত বাবা
নিজের‌ই ঘরের দরজা খোঁড়ে প্রাণপণে!

কৃষ্ণগহ্বরের দৌবারিক হাতছানি দেয় ওদের…
প্রলুব্ধ করে আরও আরও সুখ
আর ক্ষমতার অদৈব প্রাচুর্য…
ওদের লোলুপ দৃষ্টি, প্রতিবন্ধী চেতনা, মত্ত হয়ে ওঠে লুঠপাটে, ঘরের রমনী পর হয়ে যায়,
বালিকার কচি শরীর অভয়া…!
ওরা ভোগ করে, পানপাত্র ভাগ করে খায় নারীমাংসের চাট…!
বেধড়ক মারধর ছাড়া সুখ নেই ধর্ষণে…
ওদের মাথায় হাত রাখেন ঈশ্বরী! অভিযোগ থাকলেও সে নয় কখনো অভিযুক্ত…!
-‘রাজদ্বারে শ্মশানেশ্চ য তিষ্ঠতি স বান্ধবঃ।’-
অপরাধী বেকসুর খালাস…
আদিম লালসা রক্তে খেলা করে বারবার!
ওরা মাতৃগর্ভে এসেছিল কি প্রেমের ফসল হয়ে? নাকি মা হয়েছিল ধর্ষিতা…!
হোমো স্যাপিয়েন্স কি বলে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *