[[ একবার ডানা পেলে ]] ✍ কালো ভ্রমর কবিতা (২)
[[ একবার ডানা পেলে ]]
✍ কালো ভ্রমর
কবিতা (২)
কতো সহজেই শরীর থেকে আলাদা হয়ে যাও
আঙ্গুলের গিট খুলে অন্য আঙুলে জড়িয়ে যাও
আমি পালকের মত খসে যাই এক ফুঁয়ে,
তোমার যন্ত্রণা হয় না।
কতো সহজেই ছিঁড়ে ফেলো
জীবন ডাইরির প্রিয় রঙিন পাতা
আমি ঝরতেই থাকি, ঝরতেই থাকি
নেড়া গাছের মতো রোদ্দুরে
কিভাবে যে সমস্ত ছায়াটুকু নিয়ে হারিয়ে যাও!!
এক সমুদ্র জল শুকিয়ে মরুভূমি হয়ে যায়
তবু তৃষ্ণা তোমাকে ছোঁয় না।
ভেবেছিলাম তুমি অভিমানী বালির পুতুল
সামান্য ঢেউয়ে মুছে যাও বহুদূর!!
অথবা একপশলা বর্ষায় মরা খড়কুটো
একবার ভিজে গেলে সহজে জ্বলবে না আগের মতো।
এখন জানি, গাছ নও মাটি নও
তুমি আসলে নিটোল মানুষের মতো
একবার ডানা পেলে
শিকড়ে রাখে না ঋণ দূর আকাশের মতো।