#কবিতা-:সমাজ পরিবর্তন ✒️✒️ মমতা শঙ্কর সিনহা(পালধী)
#কবিতা-:সমাজ পরিবর্তন
মমতা শঙ্কর সিনহা(পালধী)
“মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে—শুধু বাঁচিবারে চাই–”
তবুও অন্তিমকালে চিতার আগুনে
এ নশ্বরদেহ পুড়ে হবে ছাই।।
বিবেক বর্জিত সমাজে নারীর অগ্নিপরীক্ষা
চলেছে ত্রেতা থেকে কলি—-
বাদ পড়েনি কেউ তাতে—সীতা,অহল্যা,বেহুলা,সতী।।।
জ্বলেজে রাতের আঁধারে ধর্ষিতার চিতা–
উন্নান,হাতরাস—–মনুষ্যত্ব রসাতলে দিয়ে
উল্লাস করে চলে ব্যাভিচারী সন্ত্রাসবাদ।।।
নারী স্বেচ্ছার বিরুদ্ধে সম্ভোগী হলে—
তাই তুমি ধর্ষিতা আজ—ব্যাভিচারী পুরুষ হলো নিরপরাধ।।।
বিচার কেঁদে মরে বিবেকহীনতার অলিন্দের প্রাচীরে মাথা খুটে—-
তবুও ধর্ষিতার বিভৎস বিবস্ত্র লাশ চিতার আগুনে
পুড়ে স্বর্গ মর্ত্যের দোদুল্যমানতায় অপেক্ষারত— ঈশ্বরের কাছে প্রার্থনা করে পাপাচারীর উপযুক্ত সাজার,,,,,
জানি সব পুরুষ নয়কো কামুক,ব্যাভিচারী—
তোমারও জাগো পুরুষ—সহযোদ্ধা হয়ে রুখে দাঁড়াও
নিগৃহীতার পাশে—-
মনে রেখো তারাও তোমার মা,বোন,ভোগিনী,কন্যা সম।।।
ঘরের মধ্যে ছিলে সেদিন তুমি শুধু একা
ছিল না সেথা নিশ্ছিদ্র সুরক্ষা বেষ্ঠনী,
তাই তো তোমার উপর আচমকাই হানা দিলো মানবরূপী হিংস্র হায়নার দল,
আজ তোমার বাড়ির সামনে কেবলই নীরবতার ঢল।
শরীরে সেদিন শরীর ছিলো না—ছিলো কেবল কালচে লাল রক্তের জমাটবদ্ধ ছোপ—আর নির্লজ্জ ব্যভিচারের বিভৎস রূপ।।
ছিন্নভিন্ন ঐ লাশটা দেখে সহস্র বেদনায় নিংড়ে কেঁদে ওঠে প্রাণ,
বোঝা যায় কিছু মানুষ আজও কতটা
নিম্ন মানসিকতার হয়।।
কিছু নরখাদক তোমার নিষ্পাপ মানবী শরীরকে হিংস্রতার নখের আঁচড়ে করলো ক্ষতবিক্ষত,
আব্রু হলো তোমার ভূলুন্ঠিত।।
ধরিত্রীর বুকে তারা জন্ম নেয় মানুষের ধাঁচে গড়া নরপিশাচ পুরুষ রূপে।
ঈশ্বরের কাছে সবাই আমরা পবিত্র খুব,
তবুও ঈশ্বরের মহিমার কাছে সকল পাশবিক অত্যাচারের শিকার হয়ে বেশী পবিত্র তুমি হে তিলোত্তমা তুমি—তোমার জন্যই ঘুমন্ত মানবজাতি আজ আবারও নিজেদের প্রতিবাদী স্বত্ত্বার জীবন্ত রূপ ফিরে পেয়ে বিচারের আশায় মিছিলে পা মেলায়—-ঔদ্ধত্যপূর্ণ কন্ঠে বলে ওঠে বার বার—We Want Justice—We Demand Justice।।
জলন্ত অগ্নিকুন্ডে প্রজ্জ্বলিত হয়ে তোমার নঃশ্বরদেহ বিলীন হয়েছে ঐ নীলাকাশে মহা পঞ্চভূতের তরে।
নরপিশাচদের হাতে অকাল মৃত্যুর সঠিক বিচার পেতে—–সমাজে নারীর সম্মান রক্ষার তরে—আগামী প্রজন্মের জীবন সুরক্ষিত করতে
প্রতিবাদী জনস্রোত দিনরাতের সময়ের ব্যবধান উপেক্ষা মানববন্ধন করে অন্যায়ের বিরুদ্ধে শেষ বিচারের আশায় রাজপথ দখল করে—-সভ্যতার বুকে নজিরবিহীন ইতিহাস লিখে যায়।।
©️মমতা শঙ্কর সিনহা(পালধী)