কবিতা-রক্তস্নাতা। কলমে-ছন্দা চট্টোপাধ্যায়।
কবিতা-রক্তস্নাতা।
কলমে-ছন্দা চট্টোপাধ্যায়।
পুরুষের প্রথম বাসনার তৃপ্তি নারীর রক্তপাতে,
ছিন্ন ক’রে সতীচ্ছদ…ভালোবাসা চেনে পুরুষ!
যেদিন সে দেখেছিলো প্রথম এ ধরার আলো…
ছিন্ন করে জননীর বত্রিশ নাড়ির পাক!
উল্লাসে চিৎকার করে কেঁদেছিলো…রক্তাক্ত হয়েছিল মা!
প্রকৃতি বারবার গর্ভ ধারণ করে, মৃত্তিকা তার যোনি,
আবক্ষপাদ কৃষ্ণবিবর…
চুষে নেয় মেঘের ভালোবাসা,
কর্ষণের ধর্ষণ সহ্য করে জন্ম দেয় নব প্রজন্মের…
ফুল, পল্লব মহীরুহ!
হায় জননী, ধর্ষণ সহে জন্ম দিয়েছো ধর্ষকের!?
ওরা নির্বসনা করেছে মাকে…
লজ্জা, বেদনায় মুখ ঢাকে বাহুমূলে গর্ভধারিণী!
তবু দুবাহুর ছড়ানো শাখার তলে আশ্রয় দেয় ধরিত্রীকন্যাকে!
অভয়া…তিলোত্তমা…সীতা…রক্তস্নাতা।
————————————–